মালদা

মালদা মেডিক্যালে শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়দের বিক্ষোভ

সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে এদিন হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ইংরেজবাজার থানার কৌতুয়ালী এলাকার গৃহবধূ চলতি মাসের ২৪তারিখে পুত্র সন্তান জম্ম দেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জম্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ ছিল। তাছাড়া ওজনও কম ছিল। শিশু বিভাগের চিকিৎসকেরা শিশুটিকে নিউ নেটাল কেয়ার ইউনিটে ভর্তি করেন। আজ শিশুটি মারা যায়। এরপরই সদ্যোজাত শিশুটির পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। হাসপাতাল সূত্রে জানা গেছে ইংরেজবাজার থানার কৌতুয়ালী এলাকার অর্পুব সাহা ও ঝর্ণা বসাক সাহার শিশুটি।

            মৃত শিশুর বাবা অর্পুব সাহা জানান ২৪ তারিখে সে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন এরপর চিকিৎসক বলেন সিজার করতে হবে সেটাও করানো হয়। সিজার করার পর মা ও শিশু দুইজনেই ভালো ছিল। এরপর ২৬ তারিখ তাদেরকে জানানো হয় তাদের শিশুটি অসুস্থ। ২৭ তারিখ সকালে জানান হয় শিশুটি মারা গেছে। মৃত শিশুর বাবা জানান পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষর কাছে জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি।তিনি অভিযোগ করে বলেন হাসপাতাল কর্তৃপক্ষর জন্যই শিশুটি মারা গেছে।তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন এই ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ার করবেন।তিনি আরও বলেন হাসপাতালে পুলিশ আসলেও তাদের কোন কথা শুনছেন না।শিশুর মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

            এই ঘটনায় হাসপাতালের দেপুতি সুপার জ্যোতিষ চন্দ্র দাস জানান সোমবার(২৬.০৬.১৭) নিউ নেটাল ওয়ার্ডে একটি শিশুকে ভর্তি করা হয়।শিশুটির জন্ডিস ছিল এবং তার শারীরিক অবস্থাও অনেকটা খারাপ ছিল।আজ সকালে সে মারা যায়। তা অনেকটা দুঃখজনক। শিশুটি মারা যাবার পর তার পরিবার অভিযোগ করেছে। ওই অভিযোগের ভিত্তিতে একটি বোর্ড গঠন করে পুরো বিষয়টির তদন্ত করা হবে বলে জানান তিনি।